সাবধান !! মৃত্যু ঝুঁকি বাড়ে যেসব কারণে

 সাবধান !! মৃত্যু ঝুঁকি বাড়ে যেসব কারণে






মৃত্যু ঝুঁকি বাড়ে যেসব কারণে


বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যাদের দাঁতের সমস্যা আছে তাদের হৃদরোগজনিত জটিলতা দেখা দিতে পারে। এছাড়া এই কারণে ধমনীজনিত সমস্যাও দেখা দেয়। তাই সুস্থ থাকতে নিয়মিত দাতেঁর যত্ন নিন। 


সুস্থ থাকার জন্য নিয়মিত পর্যাপ্ত ঘুম জরুরি। গবেষকরা বলছেন, কেউ যদি খুব বেশি কিংবা কমও ঘুমায় তাহলে তার মোটা হওয়ার আশঙ্কা বাড়ে। সেই সঙ্গে হৃদরোগেরও ঝুঁকি বাড়ে।এ কারণে নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি।

অতিরিক্ত লবণযুক্ত খাবার উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। আর রক্তচাপ বাড়লে হৃদরোগেরও ঝুঁকি বাড়ে। আবার অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে চোখ, কিডনিসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।এ কারণে প্যাকেটজাত কিংবা ফাস্ট ফুড জাতীয় খাবার পরিহার করা উচিত। 


আবার দীর্ঘ জীবনের জন্য অতিরিক্ত ব্যয়ামও ভালো নয়। বিশেষজ্ঞদের মত, অতিরিক্ত ব্যয়াম ভালোর চেয়ে শরীরের ক্ষতি করে বেশি। কারণ এর ফলে শরীরের অস্থিসন্ধিতে , বিশেষ করে হৃৎপিন্ডে চাপ পড়ে। এজন্য ঠিক কি পরিমাণ ব্যয়াম নিয়মিত করা উচিত সেই জন্য বিশেষজ্ঞর পরামর্শও নিতে পারেন।


অনেকেই আছেন দিনের অনেকটা সময় টিভি দেখে কিংবা কম্পিউটার স্ক্রিনে কাজ করে কাটান। অফিসের কাজ শেষে বাড়িতে ফিরেও অনেকে দীর্ঘসময় মনিটরে চোখ আটকে রাখেন। বিশেষজ্ঞরা বলছেন, কোনও ধরনের শারীরিক পরিশ্রম ছাড়া কেউ যদি দিনের পর দিন তার এই অভ্যাস ধরে রাখেন তাহলে তার মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় বাড়ে। 


বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ জীবনের জন্য নিয়মিত ব্যয়ামের বিকল্প নেই। দিনে ২০ মিনিট করে সপ্তাহে অন্তত ৫ বার যারা নিয়মিত হাঁটেন, দৌড়ান, সাইকেল চালান,  সাঁতার কাটেন –কিংবা এই ধরনের ব্যয়াম করেন তাহলে তারা তুলনামুলকভাবে সুস্থ থাকতে পারেন। 




পোস্ট টি আপনার সোশিয়াল মাধ্যমে শেয়ার করুন







No comments

Powered by Blogger.