ভারত সফরে বাংলাদেশ সেনাপ্রধান

ভারত সফরে গেলেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি। আসছে ০৫ আগস্ট শেষ হবে এ সফর। সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। বাংলাদেশ সেনাপ্রধান ভারতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আগ্রা, লখনৌ এবং দেওলালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। দেওলালিতে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অফ আর্টিলারি পরিদর্শন করবেন তিনি। ১৯৯২-১৯৯৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে তিনি লং গানারি স্টাফ কোর্স সম্পন্ন করেন।
সফরের পূর্বে, ২৯ জুলাই ২০১৮, ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা সেনাবাহিনী সদরদপ্তরে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি আশা করেন, সেনাপ্রধানের ভারত সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করবে।

No comments

Powered by Blogger.