নতুন আইনে সড়কে শৃঙ্খলা ফিরবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন আইন করা হচ্ছে। এ আইনে চালকদের লাইসেন্স, ফিটনেসবিহীন গাড়িসহ নানা নিয়মনীতি অন্তর্ভুক্ত থাকবে। আইনটি পাস হলে সড়কে শৃঙ্খলা ফিরবে।
তিনি বলেন, গতকালই আইনের খসড়াটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন ওই মন্ত্রণালয় আইনটি মন্ত্রিসভায় উত্থাপন করবে। প্রধানমন্ত্রী চান এটা তড়িৎ উপস্থাপিত হোক। সেইক্ষেত্রে আমার মনে হয় এই আইনটা যদি সংসদে পাস হয় তাহলে সব স্টেকহোল্ডার ন্যায়বিচার পাবেন।
বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নানা কারণে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। যেসব কারণে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে সেগুলোর ব্যাপারে কিংবা দুর্ঘটনা যাতে না ঘটে সে রকম পর্যাপ্ত বিধান আইনের মধ্যে আছে কিনা এবং আইনে কোন ফাঁক-ফোঁকর আছে কিনা সেই সব পুঙ্খানুপুঙ্খরূপে দেখে সড়ক পরিবহন আইনটি প্রস্তুত করা হয়েছে। বিদেশে চালকের ভুলের কারণে যেমন পয়েন্ট কাটা যায় তেমনি প্রস্তাবিত এই আইনেও তেমনি বিধান রাখা হয়েছে। কত পয়েন্ট কাটলে কি পরিমাণ শাস্তি হবে আইনে তা বলা হয়েছে।
No comments