ব্লগ এডমিন





ব্লগ এডমিন
ব্লগ এডমিন


হেলো !!! আমি মোঃ শাহিন সরদার । আমি এই ব্লগ এর এডমিন প্যানেল এর প্রধান । আমাদের এডমিন প্যানেল এর সকল সদস্যদের জন্য আমাদের এই ব্লগটি আজকে প্রতিষ্ঠিত । আমি আমার সম্পর্কে কিছুই বলব না । আসলে আমার সম্পর্কে কিছু বলার মত নেই । আমি একজন ছাত্র । আমি আমার ছাত্র জীবন এর পাশা পাশি অনলাইনে কাজ করি । আসলে সফলতা একদিনেই পাওয়া যায়ে না । আপনি যদি আপনার ইচ্ছা শক্তি কে প্রবল করতে পারেন তাহলে সফলতা আসবেই । মানুষ পারে না আমন কোণ কাজ নেই । আমরা যে এই ব্লগ টি নিয়ে কাজ করছি এই ব্লগ আমরা সফলতা  পাওয়ার  আশায় কাজ করব না আমাদের দেশের সকল প্রকার সত্য খবর আমরা প্রকাশ করব এই ব্লগটির মাধ্যমে ।সফলতার মুল শক্তি হল নিজের ভিতরের আত্মশক্তি । মানুষ  সব কিছুই অল্প অল্প করেই শুরু করে । ভাল কথা, ভাল উপদেশ কখনো পুরনো হয় না। একটি ইতিবাচক জিনিসের আবেদন রয়ে যায় চিরকাল। ঘরের দেয়ালে একটি উক্তি টাঙানো, তুমি হয়তো দিনের পর দিন সেটি দেখে আসছো কোনদিন কিছু মনে হয়নি, হঠাৎ একদিন কোন বিশেষ পরিবেশ পরিস্থিতির কারণে বাণীটি একদম তোমার হৃদয়ে গেঁথে গেল। অবাক হয়ে ভাবলে, তাই তো! এতদিন কেন চোখে পড়েনি ব্যাপারটা?


এতদিন চোখে পড়েছে ঠিকই, কিন্তু হৃদয়ে প্রবেশ করেনি। আজ সেটা করলো। একটি উক্তি তোমার জীবন বদলে দিতে পারে চিরদিনের জন্য। ।
ব্লগ এডমিন
একটা ঈগলছানা কিভাবে কীভাবে যেন দলছাড়া হয়ে মুরগির খোঁয়াড়ে পড়ে গেল। সেখানে একটি মুরগির বড় দয়া হলো বেচারার দুরবস্থা দেখে, আপন সন্তানের মত দরদ দিয়ে লালন-পালন করে বড় করে তুললো সেটিকে। ঈগলটি এখন একটু বড় হয়েছে, গায়ে গতরে তার চারপাশের মুরগিদের চেয়ে ঢের বড় সে। কিন্তু, চলাফেরায় স্বভাবে একদম মুরগিদের মতোই। তাদের সাথেই থাকে, তাদের সাথেই ঘুমায়, তাদের মতোই ভীতু সে।একদিন তার ভাইদের সাথে যাচ্ছিলো সে, হঠাৎ আকাশে কি যেন একটা উড়ে গেল। তাকিয়ে দেখে কী বিশাল একটা পাখি, কী তার দৃপ্ত পাখার ঝাপটানি, কি সম্রাটের হালে সে উড়ে বেড়াচ্ছে আকাশে- দেখে ঈগলটির একদম চোখ ছানাবড়া হয়ে গেল! মা মুরগির কাছে গিয়ে বললো, “এটা কী পাখি? আমরা কি এভাবে উড়তে পারি না?”“কী বোকার মত কথা বলছো! আমরা কীভাবে উড়বো? ওটা তো ঈগল পাখি, ওভাবে উড়া আমাদের জন্য অসম্ভব!”ছোট্ট ঈগলটি একটি দীর্ঘশ্বাস ফেলে পালের সাথে হাঁটতে লাগলো। বেচারা কোনদিন বুঝলোও না তারও রাজার মতো আকাশে উড়বার কথা ছিল।একবার ভেবে দেখো তো নিজেকে এই ঈগলটির জায়গায় কল্পনা করে?“অমুক তো ভাই অনেক মেধাবী! তার সাথে কি আমাদের তুলনা চলে?” এই কথাটি যে কত জায়গায় কতবার শুনেছি হিসেব নেই। এই কথাটি শুনলে কেন যেন আমার ভীষণ রাগ হয়, ব্যাপারটা অনেকটা খেলতে নামার আগেই পরাজয় মেনে নেওয়ার মতো। অমুক খুব ট্যালেন্টেড বুঝলাম, কিন্তু আমার চেয়ে কতগুণ মেধাবী সে? আমি যদি প্রতিদিন তার থেকে ডাবল খাটুনি করি কেন আমি তার চেয়ে ভাল করবো না?তুমি চাইলে অতি অবশ্যই ক্লাসে ফার্স্ট হতে পারবে, অবশ্যই চমৎকার লিখতে পারবে, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকলে বিজয় অবশ্যই আসবে, আসতে বাধ্য। 
ধন্যবাদ 


ধন্যবাদ মিষ্টার  এডমিন 

আমাদের এডমিন প্যানেল এর প্রধান এডমিন এর সাথে যোগাযোগ করতে চাইলে নিচে ফলো করুন।


আমাদের  এই পেজ টিতে আপনি ভিজিট করারর জন্য আপনাকে ধন্যবাদ



No comments

Powered by Blogger.