পরিমাপ নিয়ে সহজ সৃজনশীল প্রশ্ন
পরিমাপ নিয়ে সহজ সৃজনশীল প্রশ্ন
পরিমাপ নিয়ে সহজ সৃজনশীল প্রশ্ন |
০১.একটি বস্তায় ৫৩ কেজি ৯
হেঃ গ্রাঃ ৮ ডেকা গ্রাঃ ৭ গ্রাঃ চাল রাখা আছে । আলিফদের গুদামে ৯৮৭৬০০০ গ্রাঃ আটা
আছে ।
(ক) ৪৯৩৬ কেজি ময়দাকে মেট্রিক
টনে প্রকাশ কর ।
(খ)৯ টি বস্তায় কি পরিমান চাল
রাখা যায় ?
(গ)গুদামে আটার পরিমান কে
কেজি এবং কুইন্টাল এ প্রকাশ কর ।
০২.আলিফ ১ ঘণ্টা সাইকেল
চালিয়ে ২০ কিঃ মিঃ ১৫ হেঃ মিঃ এবং ১৫ মিঃ পথ অতিক্রম করে ।
(ক)২৫ কিঃ মিঃ = কত মিটার ?
(খ) উক্ত পথ কে মিটার এ
প্রকাশ কর
(গ) আলিফ যদি ঐ একই গতিতে
সাইকেল চালায় তাহলে ১২ ঘণ্টা পরে কত টুকু পথ অতিক্রম করবে ?
০৩.আলিফ সাহেব কলোনি বাজার থেকে ৭৫ সেন্টিলিটার ওজনের একটি
জুস এর বোতল ক্রয় করল । আলিফ সাহেব জুস
এর বোতল থেকে ১৮০ মিলিলিটার জুস পান করলেন ।
(ক) এরূপ ৫৫ টি বোতল এ কত
লিটার জুস ধরবে ?
(খ) আলিফ সাহেব জুস পান করার
পরে বোতলে আর কত লিটার জুস অবশিষ্ট আছে ?
(গ)আলিফ সাহেব পানকৃত জুস এর
পরিমান দ্বিগুণ হলে অবশিষ্ট জুস এর পরিমান ডেসিলিটারে প্রকাশ কর ।
No comments