ইউনিয়ন ওয়াস সুপারভাইজার

ইউনিয়ন ওয়াস সুপারভাইজার

Village Education Resource Center (VERC)


Vacancy
২৪
Job Context
    দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর ওয়াটসন এন্ড টেকনোলজী সেকশনের অধিনে SAWRP-II প্রকল্পের কার্যক্রম ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায় বাস্তায়িত হচ্ছে। উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Job Responsibilities
  • ইউনিয়ন পর্যায়ে স্যানিটেশন, পানি ওহাইজিন কার্যক্রম বাস্তবায়ন করা
  • সকল সহযোগিদের সহযোগিতায় স্যানিটেশন, পানি ওহাইজিন এর অর্জন ঠিকসই ও স্থায়ী করার জন্য সহায়তা করা,
  • উপজেলা ওয়াশ সমন্বকারী- এর তত্ত্বাবধানে ইউনিয়ন পর্যায়ে স্যানিটেশন, পানি ও হাইজিন কার্যক্রম এর বার্ষিক ও ত্রৈমাসিক পরিকল্পনা বাজেট তৈরী ও বাস্তবায়নে সহযোগিত করা ও ওয়াশ ফ্যাসিলিটেটরদের কাজে সমন্বয় করা পরিকল্পনা অনুযায়ী সংখ্যাগত ও গুণগতভাবে স্যানিটেশন, পানি ওহাইজিন কর্মসূচী বাস্তবায়নের প্রতিবেদন তৈরী করা
  • জনগনকে সম্পৃক্ত করে কমিউনিটি/ক্লাস্টার পর্যায়ে ম্যাপ ও ক্যাপ(Social Map and Community Action Plan) করা এবং সকল ডাটা অনলাইনে আপলোড করা ।
  • স্যানিটেশন, পানি ওহাইজিন কার্যক্রম টেকসই করনে ওয়ার্ড, গ্রাম, পাড়া, স্কুলপর্যায়ে জনগনকে সচেতন করতে কমিউনিটিকে সমাবেশীকরন এবং সকল শিশু, যুবক,মহিলা, ধর্মীয় নেতা এবং বিপদাপন্ন / গরীব জনগনের অংশগ্রহন নিশ্চিতকরন
  • স্যানিটেশন, পানি ও হাইজিন কার্যক্রম নিয়মিত ভাবে মনিটর করা ও মাঠ পরিদর্শন করা এবং ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামপর্যায়ে মনিটরিং ব্যবস্থা উন্নয়নে ইউনিয়ন পরিষদকে সহযোগীতা করা।
  • ইউনিয়ন ওয়াটসান কমিটি, ওর্য়াড ওয়াটসান কমিটি ও এস এমসি মিটিং এর ব্যবস্থা করা ও সংশিষ্ট ইউনিয়ন পরিষদেও স্যানিটেশন, পানি ও হাইজিন সম্পর্কিত দায়দায়িত্বে উপকরন যোগান দেওয়া এবং অংশগ্রহন করা।
  • সংস্থার উপজেলা অফিসের সহযোগিতায় ইউনিয়নপরিষদ ও কমিউনিটিকে স্থানীয় সম্পদ সমাবেশনে এবং সরকারী-বে সরকারী সংস্থা, সিবিও, শিশু সংগঠনএবংঅন্যান্য সহযোগীদের সাথে যোগাযোগ রক্ষা করা।
  • ইউনিয়ন পরিষদের সচিবকে স্যানিটেশন, পানি ও হাইজিন এর মাসিকএবং ত্রৈমাসিক কর্মসম্পাদন রিপোর্ট প্রস্তুত করতে ও সংশিষ্ট ব্যক্তিকে জমা দিতে সহযোগিতা করা।
  • মাঠ হতে প্রাপ্ত মাসিক তথ্য/উপাত্ত একত্রিকরনে, তথ্য অগ্রগতি রিপোর্ট সমাবেশনে, নথি সংরক্ষনে এবং সংশিষ্ট ব্যক্তিকে অবগতকরতে ইউনিয়ন পরিষদেও সচিবকে সহযোগিতাকরা।
  • উত্তম অনুশীলনের তথ্য এবং নথি সংরক্ষন করা এবং প্রয়োজন অনুযায়ী উত্তম শিখনের জন্য তা প্রচার করা।
  • ইউনিয়ন পর্যায়ে স্যানিটেশন, পানি ও হাইজিন এর মানব সম্পদ তৈরী করা।
Employment Status
Full-time
Educational Requirements
  • যে কোন বিষয়ে স্নাতক পাশ তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Job Location
ভোলা (চরফ্যাসন, লালমোহন)
Salary
  • মাসিক বেতন সর্বসাকুল্যে ১০,০০০.০০


আগ্রহী প্রার্থীদের ২ কপি ছবি, বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ দরখাস্ত উল্লেখিত ঠিকানায় প্রেরনের জন্য অনুরোধ করা যাচ্ছে। ঠিকানা: ভার্ক, ২৪৮, শশীভূষণ রোড (আদর্শ পাড়া), চরফ্যাশন পৌরসভা, চরফ্যাশন, ভোলা-৮৩০০।
Application Deadline : August 13, 2018

No comments

Powered by Blogger.