ইউনিয়ন ওয়াস সুপারভাইজার
ইউনিয়ন ওয়াস সুপারভাইজার
Village Education Resource Center (VERC)
Vacancy
২৪
Job Context
- দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর ওয়াটসন এন্ড টেকনোলজী সেকশনের অধিনে SAWRP-II প্রকল্পের কার্যক্রম ভোলা জেলার চরফ্যাশন ও লালমোহন উপজেলায় বাস্তায়িত হচ্ছে। উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে লোক নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Job Responsibilities
- ইউনিয়ন পর্যায়ে স্যানিটেশন, পানি ওহাইজিন কার্যক্রম বাস্তবায়ন করা
- সকল সহযোগিদের সহযোগিতায় স্যানিটেশন, পানি ওহাইজিন এর অর্জন ঠিকসই ও স্থায়ী করার জন্য সহায়তা করা,
- উপজেলা ওয়াশ সমন্বকারী- এর তত্ত্বাবধানে ইউনিয়ন পর্যায়ে স্যানিটেশন, পানি ও হাইজিন কার্যক্রম এর বার্ষিক ও ত্রৈমাসিক পরিকল্পনা বাজেট তৈরী ও বাস্তবায়নে সহযোগিত করা ও ওয়াশ ফ্যাসিলিটেটরদের কাজে সমন্বয় করা পরিকল্পনা অনুযায়ী সংখ্যাগত ও গুণগতভাবে স্যানিটেশন, পানি ওহাইজিন কর্মসূচী বাস্তবায়নের প্রতিবেদন তৈরী করা
- জনগনকে সম্পৃক্ত করে কমিউনিটি/ক্লাস্টার পর্যায়ে ম্যাপ ও ক্যাপ(Social Map and Community Action Plan) করা এবং সকল ডাটা অনলাইনে আপলোড করা ।
- স্যানিটেশন, পানি ওহাইজিন কার্যক্রম টেকসই করনে ওয়ার্ড, গ্রাম, পাড়া, স্কুলপর্যায়ে জনগনকে সচেতন করতে কমিউনিটিকে সমাবেশীকরন এবং সকল শিশু, যুবক,মহিলা, ধর্মীয় নেতা এবং বিপদাপন্ন / গরীব জনগনের অংশগ্রহন নিশ্চিতকরন
- স্যানিটেশন, পানি ও হাইজিন কার্যক্রম নিয়মিত ভাবে মনিটর করা ও মাঠ পরিদর্শন করা এবং ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামপর্যায়ে মনিটরিং ব্যবস্থা উন্নয়নে ইউনিয়ন পরিষদকে সহযোগীতা করা।
- ইউনিয়ন ওয়াটসান কমিটি, ওর্য়াড ওয়াটসান কমিটি ও এস এমসি মিটিং এর ব্যবস্থা করা ও সংশিষ্ট ইউনিয়ন পরিষদেও স্যানিটেশন, পানি ও হাইজিন সম্পর্কিত দায়দায়িত্বে উপকরন যোগান দেওয়া এবং অংশগ্রহন করা।
- সংস্থার উপজেলা অফিসের সহযোগিতায় ইউনিয়নপরিষদ ও কমিউনিটিকে স্থানীয় সম্পদ সমাবেশনে এবং সরকারী-বে সরকারী সংস্থা, সিবিও, শিশু সংগঠনএবংঅন্যান্য সহযোগীদের সাথে যোগাযোগ রক্ষা করা।
- ইউনিয়ন পরিষদের সচিবকে স্যানিটেশন, পানি ও হাইজিন এর মাসিকএবং ত্রৈমাসিক কর্মসম্পাদন রিপোর্ট প্রস্তুত করতে ও সংশিষ্ট ব্যক্তিকে জমা দিতে সহযোগিতা করা।
- মাঠ হতে প্রাপ্ত মাসিক তথ্য/উপাত্ত একত্রিকরনে, তথ্য অগ্রগতি রিপোর্ট সমাবেশনে, নথি সংরক্ষনে এবং সংশিষ্ট ব্যক্তিকে অবগতকরতে ইউনিয়ন পরিষদেও সচিবকে সহযোগিতাকরা।
- উত্তম অনুশীলনের তথ্য এবং নথি সংরক্ষন করা এবং প্রয়োজন অনুযায়ী উত্তম শিখনের জন্য তা প্রচার করা।
- ইউনিয়ন পর্যায়ে স্যানিটেশন, পানি ও হাইজিন এর মানব সম্পদ তৈরী করা।
Employment Status
Full-time
Educational Requirements
- যে কোন বিষয়ে স্নাতক পাশ তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Job Location
ভোলা (চরফ্যাসন, লালমোহন)
Salary
- মাসিক বেতন সর্বসাকুল্যে ১০,০০০.০০
আগ্রহী প্রার্থীদের ২ কপি ছবি, বায়োডাটা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ দরখাস্ত উল্লেখিত ঠিকানায় প্রেরনের জন্য অনুরোধ করা যাচ্ছে। ঠিকানা: ভার্ক, ২৪৮, শশীভূষণ রোড (আদর্শ পাড়া), চরফ্যাশন পৌরসভা, চরফ্যাশন, ভোলা-৮৩০০।
Application Deadline : August 13, 2018
No comments