স্মার্টফোন অ্যাপ এবং ওয়েবসাইট বয়ফ্রেন্ড ভাড়া করে দিবে ।

বয়ফ্রেন্ড ভাড়া করতে স্মার্টফোন অ্যাপ এবং ওয়েবসাইট



ভারতের মুম্বাইতে সম্প্রতি একটি নতুন স্মার্টফোন অ্যাপ নিয়ে আসা হয়েছে।  অ্যাপটির নাম ‘রেন্ট এ বয়ফ্রেন্ড’। মানে এর মাধ্যমে একটি ওয়েবসাইট থেকে ভাড়ায় করা যাবে ছেলেবন্ধু। তাদের দাবি, হতাশা নিরাময় করার জন্যই ছেলেবন্ধু ভাড়া দেয়ার অ্যাপটি এনেছেন তারা।


তার ওয়েবসাইটে যেসব ছেলেদের ভাড়া করা হচ্ছে তাদের যোগ্যতা চাওয়া হয়েছে ‘ভালো আচরণ করতে পারে এমন’ এবং ‘আবেগিক সমর্থন যোগাতে পারে এমন’। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ১০ থেকে ১২ ক্লাস পাশ।


ইন্টেরিয়র ডেকোরেটর থেকে উদ্যোক্তা হওয়া কৌশলের দাবি, এখানে কোন যৌন সম্পর্ক থাকবে না, থাকবে না কোনো ব্যক্তিগত আলাপ।  কিন্তু তার এমন বক্তব্যের পরও কেন তার ওয়েবসাইটে ২২-২৫ বছর বয়সী শার্টবিহীন ফিট ছেলেদের ছবি রাখা হয়েছে, সেটার কোনো ব্যাখ্যা নেই।







পোস্ট টি আপনার সোশিয়াল মাধ্যমে শেয়ার করুন







No comments

Powered by Blogger.